নজর-ই-জ্বিলানী

নজর-ই-জ্বিলানী

জন্ম ৪ জানুয়ারি ১৯৬১ সালে মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার মান্দারবাড়িয়া গ্রামে। পড়াশুনার হাতেখড়ি ৫ম শ্রেণী পর্যন্ত বাবার হাতে তৈরি -বাড়িতেই, একবারে ক্লাস সিক্সে হাইস্কুলে ভর্তি। এসএসসি'র পর মাগুরা'র হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এইচএসসি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেন এবং গুলশানে ইসলামিক রিসার্চ এন্ড কম্পারেটিভ রিলিজিওন নিয়ে পড়াশুনা। ১৯৮৫ সালে বিসিএস এ উত্তীর্ণ হয়েও মোহ -ছেড়ে চ্যালেঞ্জ নিয়ে আমেরিকান ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজারে যোগদান। পরবর্তীতে অটোমোবাইল ইন্ডাস্ট্রি রানার মোটরস্ এর ডিরেক্টর মার্কেটিং এন্ড সেলস। সবশেষে, আকিজ ফুড এন্ড বেভেরেজ লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর।

নজর-ই-জ্বিলানী এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon