রাখী মদিনা

রাখী মদিনা

জন্ম টাংগাইল জেলায় হলেও লেখকের শৈশব কেটেছে বগুড়ায়। এরপর পড়াশোনা ঢাকায় এবং বর্তমানে ঢাকাতেই অবস্থারত। পেশায় তিনি কজন সাইকোলজিস্ট। তিনি তার চারপাশে পজিটিভিটি ছড়াতে এবং নিজেকে কীভাবে ভালোবাসতে হয় সেটা শেখাতে ব্যস্ত আছেন।
শখের বসে লেখালিখি, বিশেষ করে
ফেসবুক পেইজ 'দুয়ারী' এর মাধ্যমে ভিকটিমদের কাউন্সিলিং করা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেন। তারপরেই সেসব থেকে সুন্দর সুন্দর উপদেশমূলক কলাম লেখালিখি করতেন। অবশেষে সাহস জুগিয়ে সৃষ্টি-আমি দুয়ারী। লেখক আশাবাদী পাঠক নিরাশ হবেন না।

রাখী মদিনা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon