ফরিদা রানু

ফরিদা রানু

কবি ফরিদা রানু প্রেম-বিরহের পাশাপাশি প্রকৃতি ও দেশ নিয়েও লিখে থাকেন। তাঁর প্রকাশিত কবিতার বই 'ভালোবাসা কথা কয়'; 'তবুও তোমায় ভালোবাসি'; 'রোদ, উত্তাপ ও ঝড়ো হাওয়া'; 'বৃষ্টি ও সে'; 'কৃষ্ণচূড়া ও দ্রোহ' এবং 'প্রকম্পিত পথে কৃষ্ণচূড়া'। এছাড়াও, 'ফেয়ারওয়েলে হত্যা' অনুবাদ, 'স্বপ্নবাজ ও স্বপ্নজয়ীদের গল্প' ছোটোগল্পের বই এবং 'নৈঃশব্দের ভালোবাসা' নাটকটি সম্পাদনা করেন। 
জন্ম ১৯৮৪ সালের ১৮ ফেব্রুয়ারি জামালপুর জেলার সরিষাবাড়ী থানায়। বাবা মোঃ আব্দুর রাজ্জাক পেশায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী ছিলেন। মা নিলুফা ইয়াসমিন একজন গৃহিণী এবং ৫ নাতনি ও ১ নাতির গর্বিত নানি। ফরিদা রানু কন্যা শেরিণ শিমরাহ শাবাহাত রাইম এবং পুত্র শাফাকাত শুফাইক রোরির গর্বিত জননী।

ফরিদা রানু এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon