হাসিন ইসরাক

হাসিন ইসরাক

হাসিন ইসরাক ১১ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাবা পুলিশ অফিসার হওয়ায়, ছোটবেলা থেকেই বাবা-মায়ের সাথে ছুটে বেড়িয়েছেন বিভিন্ন জায়গায় । পড়ালেখার হাতেখড়ি ইংরেজি মাধ্যমের স্কুলে হলেও, বর্তমানে তিনি একজন উপস্থাপক এবং বাস্তব জীবনের গল্পকার হিসেবে পাঠকদের প্রিয় নাম। হাসিন ইসরাকের লেখাগুলো দৈনন্দিন জীবনের বাস্তবতা এবং অসাধারণ উপস্থাপনার মিশ্রণে অতুলনীয় হয়ে ওঠে। তিনি বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে পুলিশ প্রধানের হাত থেকে “বাংলাদেশ পুলিশ একাডেমিক এক্সিলেন্স এওয়ার্ড -২০১৯” এবং “বাংলাদেশ পুলিশ একাডেমিক এক্সিলেন্স এওয়ার্ড -২০২০১” গ্রহণ করেন। তার লেখনী জীবনের কথা বলে, জীবনকে নিয়ে ভাবার কথা বলে। তার লেখা প্রেরণা দেয় এবং বেঁচে থাকার শক্তি ও শত প্রতিকূলতা থেকে ঊর্ধ্বে ওঠার সাহস যোগায়। তার বিশেষ চিন্তাধারা হলো "ক্ষুদ্র জীবনে বৃহৎ কিছু হবার ইচ্ছে নাই। ঠিকঠাক মানুষ হয়ে মরতে পারলেই বাঁচি।

হাসিন ইসরাক এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon