দীপ্তি চৌধুরী

দীপ্তি চৌধুরী

দীপ্তি চৌধুরী বাংলাদেশের এক মেধাবী তরুণীর নাম। ২০১৬ সালে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে দেশব্যাপী কিশোর-কিশোরীদের জন্য কাজ শুরু করেন। এরপর আর ঘুরে তাকাননি। নির্বাচিত হয়েছেন বছরের সেরা স্বর্ণকিশোরী। রোহিঙ্গা কিশোরীদের সাথে কাজ করা থেকে শুরু করে সুইজারল্যান্ডের জেনেভায় পুষ্টি সমাবেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা- সব জায়গায় দেখাচ্ছেন সমান দক্ষতা। জাতিসংঘ ফুড সিস্টেম সামিট ২০২১-এ তরুণ প্রতিনিধি হয়ে কাজ করেছেন। বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন খাদ্যব্যবস্থা বিষয়ক গ্লোবাল ক্যাম্পেইন Act4Food Act4 Change-কে। বাংলাদেশের কিশোর- কিশোরীদের কাছে ভরসা আর সাহসের নাম 'দীপ্তি চৌধুরী'। স্বপ্ন দেখেন বাল্যবিয়েমুক্ত, পুষ্টি স্বনির্ভর, সুস্থ ও নিরাপদ কৈশোরের বাংলাদেশ। ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক, উপস্থাপনায় অসাধারণ পারদর্শিতার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পরপর দুইবার নির্বাচিত হয়েছেন জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী: বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অর্জন করেছেন নানা পুরস্কার। ছোটবেলা থেকেই শুধু একা নয়, সকলকে নিয়ে ভালো থাকতে ভালোবাসেন এই উজ্জ্বল তরুণী। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দীপ্তি চৌধুরী । মা দিপালী চৌধুরী, বাবা শিবলী চৌধুরী ও বোন দিশারী চৌধুরীকে নিয়ে ছোট্ট পরিবারে বেড়ে ওঠা তার। তিনি হলিক্রস কলেজ থেকে ২০২১ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। ২০২১ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত কিশোর বয়সীদের নিয়ে তার লেখা উদ্দীপনাময় ও দিক-নির্দেশনামূলক বই 'দীপ্ত কৈশোর' চারদিকে হইচই ফেলে দেয়। এরই মধ্যে বইটি দেশব্যাপী বেস্টসেলার বইয়ের তালিকায় স্থান করে নিয়েছে।

দীপ্তি চৌধুরী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon