শিমুল খান

শিমুল খান

পেশাদার অভিনেতা, কবি, লেখক, স্বাধীন বক্তা, চলচ্চিত্র প্রযোজক এবং চলচ্চিত্র নির্মাতা শিমুল খান একদম ছোটোবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। ডাকনাম শিমুল খান হিসেবে তিনি দেশ-বিদেশে সুপরিচিত হলেও তার পুরো নাম মোহাম্মদ মতিউর রহমান খান। তিনি অসংখ্য কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবচনের পাশাপাশি বহু চলচ্চিত্রের গল্প, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন। তার প্রথম বই প্রকাশিত হয় ২০২২ সালের অমর একুশে বই মেলায় 'সভ্যতার ময়নাতদন্ত' শিরোনামের কবিতার বই প্রকাশের মাধ্যমে। প্রবাদ পুস্তক 'চল্লিশ হাওয়া' লেখকের প্রকাশিত দ্বিতীয় বই। বইটি অমর একুশে বইমেলা ২০২৫ সালে প্রকাশিত হলো। বর্তমানে লেখক অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা এবং পরিচালনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ব্যক্তিজী-বনে লেখক বিবাহিত। তার স্ত্রীর নাম নূরজাহান বেগম সুস্মিতা। তাদের একমাত্র সন্তান অথবা শেখ অ্যালিনা খান।

শিমুল খান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon