আজমাইন ইসলাম

আজমাইন ইসলাম

নিজের নাম দিয়েই পরিচয়ের সূচনা করি। আমি আজমাইন ইসলাম। নব্বই দশকের শেষ ভাগে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পুইশুর ইউনিয়নের এক নিভৃত গ্রাম শীতরামপুরে জন্ম। মনের গভীরে জমে থাকা অনুভূতির আকাশকে সাহিত্যের ভাষায় রাঙিয়ে তুলি। আমার লেখার প্রথম ও চিরন্তন অনুপ্রেরণা আমার মা। তবে কোন এক সময় কেউ একজন আমার লেখায় কবিতার ছোয়া পেয়েছিলো তারপর থেকে আমার লেখার নাম দিয়েছি কবিতা।

আজমাইন ইসলাম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon