মিথিলা জামান নিভা

মিথিলা জামান নিভা

মিথিলা জামান নিভা একজন নব্য লেখিকা। ছাত্রজীবনে গণিত নিয়ে পড়াশোনা করলেও মনেপ্রাণে সাহিত্যকে নিজের মধ্যে ধারণ করেন তিনি। শখের বশেই লেখালেখি শুরু তার সেই ছোট বয়স থেকেই। কবিতা, গল্প, উপন্যাস এগুলোতেই তার বিচরণ বেশি। কবিতা লেখার উপর ভিত্তি করে ঝুলিতে রয়েছে 'বাংলাদেশ পোয়েটস ক্লাব' এর অনেক পুরস্কারও। ১৯৯৮ সালের ৭ই নভেম্বর খুলনা শহরে জন্ম নেন তিনি এবং খুলনা শহরেই তার বেড়ে ওঠা। স্কুল কলেজ পেরিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন তিনি। শখ লেখালেখি, ছবি আঁকা, ছবি তোলা, রান্নাবান্না ও ঘোরাঘুরি। অবসরে গান শুনতে ও গান করতে পছন্দ করেন। নিজের গল্পকে নিজের ভয়েজে রেকর্ড করতেও পছন্দ করেন। পাঠকের ভালোবাসা পাওয়াই লেখালেখি জীবনের প্রথম ও প্রধান উদ্দেশ্য তার।

মিথিলা জামান নিভা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon