মনজুর এইচ

মনজুর এইচ

পুরস্কারপ্রাপ্ত লেখক মনজুর এইচ হামীম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হামীম ডেনিম এর ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিভিশনে ডিজিএম হিসেবে কর্মরত আছেন। পেশাগত জীবনে তিনি কয়েকবার "বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ার" নির্বাচিত হন। তিনি একাধিকবার বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ছোটবেলা থেকে তিনি আবৃত্তি, বক্তৃতা, বিজ্ঞানমেলা ও খেলাধূলায় অসংখ্য পুরস্কার পান। স্কুল টিভি বিতর্ক প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ বক্তা হন। তাঁর পিতা মোঃ সেকেন্দার আলী, শিক্ষাকতায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত। মাতা মনছুরা রহমান শিক্ষকতা পেশায় ছিলেন। ছোটবেলা থেকে মনজুর এইচ লেখালেখির সাথে জড়িত। ইতোমধ্যে মোটিভেশনাল রাইটার হিসেবে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

মনজুর এইচ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon