ডা. খালেদা আক্তার (রিনু)

ডা. খালেদা আক্তার (রিনু)

খালেদা আক্তার রিনু, বাবা মরহুম শোয়েব আহমেদ খান। মা জাহানারা খানম যিনি প্রথম প্রেরণা এবং নিজেও খুব কবিতা লিখতে ভালোবাসেন। বাবা ছিলেন একনিষ্ঠ উৎসাহদাতা। কুমিল্লা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাস করে প্রথম চেষ্টায় এফসিপিএস পাস করেন এবং মেডিক্যাল এডুকেশনে মাস্টার্স করেন। বর্তমানে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গাইনি কলসালটেন্ট। স্কুল জীবন থেকেই লেখালিখি শুরু করেন। মাযে কিছুদিন অনিয়মিত হলেও এখন নিয়মিত লিখছেন। প্রথম একক কাব্যগ্রন্থ পাথর সময়। আগুনের তৃষ্ণা দ্বিতীয় একক কাব্য গ্রন্থ।

ডা. খালেদা আক্তার (রিনু) এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon