মো: তৌহিদুর রহমান (সোহাগ)

মো: তৌহিদুর রহমান (সোহাগ)

লেখক মো: তৌহিদুর রহমান, ডাকনাম সোহাগ। জন্ম ২৫ ডিসেম্বর, ১৯৮৩ সালে, দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে। পিতা- মোঃ আব্দুল কাদের, মাতা- মোছাঃ শিরিনা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি. এবং সরকারি নওয়াপাড়া কলেজ থেকে এইচ.এস.সি. পাস করেন। কর্মরত আছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে। "ধূমপান ছাড়তে শিখুন" তার প্রথম প্রকাশিত গ্রন্থ- যা ধূমপায়ীদের ধূমপানকে নিরুৎসাহিত করার জন্য রচিত। পরবর্তী প্রকাশিত গ্রন্থ "ধূমপানমুক্ত নতুন জীবন" যা খুব দ্রুত প্রকাশিত হবে। এই দুইটা বই কোনো ধূমপায়ীী স্থির চিত্তে মনোযোগ সহকারে পড়লে সে ১০০% ধূমপান ত্যাগ করবে বলে লেখক আশাবাদী।

মো: তৌহিদুর রহমান (সোহাগ) এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon