আলভি আল যায়েদ

আলভি আল যায়েদ

লেখকের নাম আলভি আল যায়েদ। জন্ম ২০০৪ সালের ২৫ নভেম্বর বরিশাল বিভাগে । বাবা-মা উভয়েই সরকারি চাকরিজীবী।বাবা কামাল উদ্দিন তালুকদার একটি সরকারি হাইস্কুলের বি.এস.সি শিক্ষক এবং লেখকের মা একটি সরকারি কলেজের লাইব্রেরীয়ান । মূলত মায়ের হাত ধরেই লেখকের লেখালেখিতে হাতে খড়ি। ছোটবেলা থেকেই লেখক প্রচুর বই পড়তে এবং মুভি দেখতে ভালোবাসে। লেখালেখির ক্ষেত্রে লেখক মূলত রোমান্টিক, ডিটেকটিভ ,সাইকোপ্যাথ ও থ্রিলার গল্প লিখতে পছন্দ করেন।
লেখক বর্তমানে দেশের এক স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশুনা করছেন। পাশাপাশি ইউটিউবে তার "Alvee Al Jayed" নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে।

আলভি আল যায়েদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon