হাসান শরাফত

হাসান শরাফত

সাহিত্যিক নাম হাসান শরাফত। একাধারে কবি, ঔপন্যাসিক ও নাট্যকার। শিক্ষাগত যোগ্যতা এম.এ, এলএলবি, বিএড। সরকারি চাকুরিতে নিয়োজিত। কবি জসীম উদদীন সাহিত্য পুরস্কার, গাঙচিল আজীবন সম্মাননা, উদিয়মান লেখক সম্মাননাসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। কবি ও কথা সাহিত্যিক হাসান শরাফত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গোপালখিলা গ্রামে ৩১ আগস্ট ১৯৮১ সালে একসম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। কিশোর কাল থেকেই লেখালেখিতে হাতেখড়ি তার। ছাত্রজীবনে অর্থাৎ প্রথম প্রকাশিত উপন্যাস 'শেষ পথে দেখা' ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। এরপর ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ঔপন্যাস 'নিয়তি', 'ভুল নম্বরের ভুলে' কবিতার বই স্মৃতির পাতায় তুমি ও ছড়ার বই চিক-মোটা, একটু সহযোগিতার জন্য, ছড়ায় ছড়ায় নৈতিক শিক্ষা। দশের অধিক যৌথ গ্রন্থের রচয়িতা। এছাড়াও 'ভোরের স্বপ্ন' নামে একটি সৃজনশীল সাহিত্য সাময়িকীর সম্পাদকের দায়িত্ব পালন করেন। সহজ-সরল পাঠকের সহজ বোধগম্যতা লেখকের লেখার মূল বৈশিষ্ট্য।

হাসান শরাফত এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon