মেহেরুন্নেছা

মেহেরুন্নেছা

মেহেরুন্নেছা জন্ম ১৫ আগস্ট, ১৯৭২, চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার মাড়কি প্রধানিয়া বাড়িতে মাতুলালয়ে। পাশের গ্রাম 'পিরোজপুর' দাদার বাড়ি। এখানেই তাঁর শেকড়। বাবা- জনাব কে.এম. রুহুল আমিন; মাতা- জনাব মনোয়ারা বেগম এবং দুই ভাই-এক বোনের পরিবারে লেখিকা জ্যেষ্ঠ। বাবা চট্টগ্রামে সরকারি চাকুরীতে কর্মরত ছিলেন বিধায় চট্টগ্রামের আগ্রাবাদেই কেটেছে শৈশব, কৈশোর ও শিক্ষা জীবন। তিনি আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি: চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। অতঃপর উদ্ভিদবিজ্ঞানে বি.এস.সি (সম্মান) এবং এম.এস.সি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও মন পড়ে থাকে সাহিত্য ও সঙ্গীতে। শুধুমাত্র সাহিত্য ও মানুষের প্রতি অকুণ্ঠ ভালোবাসার কারণেই টুকটাক লেখালেখির শুরু। ২০ তম বিসিএস- এর মাধ্যমে শিক্ষা ক্যাডারের একজন গর্বিত সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন। ব্যক্তিজীবনে তাঁর দুই ছেলে। স্বামী জনাব মো. ইমাম হোসেন শিক্ষা ক্যাডারে কর্মরত আছেন। উল্লেখ্য, এটি লেখকের দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ। বাকী জীবন লেখার সাথেই যুক্ত থাকতে চান।

মেহেরুন্নেছা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon