আশিক আহম্মদ মারুফ

আশিক আহম্মদ মারুফ

জন্ম ১৯৯০ এ রাজশাহীর মাতুলালয়ে। বাবা মায়ের চাকরির সুবাদে শৈশবের প্রথম কয়েকটি বছর কেটেছে দেশের বিভিন্ন স্থানে, এরপর বেড়ে ওঠা কুষ্টিয়াতে। বস্ত্র প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি ধারী এই লেখকের বই এর প্রতি তীব্র আসক্তি জন্মে বাড়িতে থাকা বিভিন্ন বই এর সংগ্রহ ছেলেবেলা থেকে নাড়াচাড়া করতে করতেই । লেখালেখি শুরু করেন বেশ কয়েকবছর আগে, অনেকটা শখের বসে, সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ব্লগ লেখার মধ্যদিয়ে। সেই শখটাই পরবর্তীতে হয়ে যায় নিজের একান্ত পছন্দের কাজ। তারই বহিঃপ্রকাশ এবারের বই মেলায় তার ছোট গল্পের বই "টুকরো গল্প"। আমাদের আশে পাশের ঘটে যাওয়া জীবনের গল্প গুলোই তিনি তুলে ধরেছেন এই দু মলাটের মাঝে। বর্তমানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে বস্ত্র প্রকৌশলী হিসেবে কর্মরত। ব্যাক্তিজীবনে এক পূত্র সন্তানের জনক এই মানুষটি অবসর পেলে ভালোবাসেন নানা ধরনের বই পড়তে এবং স্ত্রী পূত্রের সাথে সময় কাটাতে।

আশিক আহম্মদ মারুফ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon