রেজাউল ইসলাম আজিম

রেজাউল ইসলাম আজিম

রেজাউল ইসলাম আজিম ৮ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। শৈশবেই তার সাহিত্যে হাতেখড়ি। ১৮ জানুয়ারি ১৯৯১ সালে দৈনিক বাংলাদেশ সংবাদে প্রথম কবিতা ছাপা হয়। তার প্রকাশিত গ্রন্থসমূহ: গল্পগ্রন্থ ১. আর্তি, ২. আলোর সন্ধানে, ৩. রকমারি গল্প, ৪. স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প, ৫. দহন, ৬. নীলগিরি, ৭. ভৌতিক গল্প, ৮. নিষ্কৃতি, ৯. বদ, ১০. মেরিন ড্রাইভ, ১১. এখনো আঁধার, ১২. হলুদ ফুলের দেশ। উপন্যাস ১. নীলা, ২. ফাগুন হাওয়া, ৩. ঢেউয়ের পর ঢেউ, ৪. পাপের শহর, ৫. সাগরিকা, ৬. ফাঁদ, ৭. বেলাভূমি। কাব্য ১. প্রজাপতি মন সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ তিনি ক্যাপটেন মনসুর আলী সাহিত্য পুরস্কার এবং বঙ্গভূমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন।

রেজাউল ইসলাম আজিম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon