ডা. মোস্তফা মাহমুদ

ডা. মোস্তফা মাহমুদ

মুস্তাফা কামাল মাহমুদ হুসাইন (১৯২১-২০০৯) একজন মিসরিয় চিকিৎসক, দার্শনিক ও লেখক। পেশাগত জীবনের শুরুটা চিকিৎসক হিসেবে হলেও পরবর্তীতে তিনি লেখালেখি, সাংবাদিকতা, ভ্রমণ ইত্যাদী কাজে নিয়োজিত ছিলেন। বিজ্ঞান, দর্শন, ধর্ম, রাজনীতি, সমাজ, নাটক, ছোটগল্প ও ভ্রমণকাহিনী মিলিয়ে তার বইয়ের সংখ্যা ৮৯ টি। মিসরীয় টিভিতে দীর্ঘ আঠাশ বছর আল ইলম ওয়াল ঈমান শীর্ষক একটি অনুষ্ঠান পরিচালনা করেন। ১৯৯৫ সালে মিসরের রাষ্ট্রিয় সম্মাননা পদক লাভ করেন। তাছাড়া একটি গ্রহাণু তার নামে নামকরণ করা হয়েছে। মুস্তাফা মাহমুদ একটি মসজিদ, হাসপাতাল ও সেবামূলক সংস্থার প্রতিষ্ঠাতা।

ডা. মোস্তফা মাহমুদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon