ইশতিয়াক আহাম্মেদ

ইশতিয়াক আহাম্মেদ

কবি ইশতিয়াক আহাম্মেদের ০৭/১১/১৯৯০ইং টাংগাইল জেলার মির্জাপুরের ঐতিহ্যবাহী ভাবখন্ড গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা প্রকৃত একজন দেশ প্রেমিক মৃত বীর মুক্তিযোদ্ধা ও লেখক আনোয়ার হোসেন, মাতাঃ রেভা বেগম। কবি করটিয়া সা'দত কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।অনাবদ্য জীবন যাপন স্বাধীন ভাবে চলাফেরা ভ্রমন পিপাসু একজন মানুষ, পাহাড় দেখে যে পাহাড়ের প্রেমে পড়ে, সমুদ্র দেখে সমুদ্রের গর্জনে হারিয়ে যায় কল্পনার জগতে, বসন্তের এক প্রকৃতি প্রেমিক, গ্রীস্মের উদাস দুপুরেও যে লিখে যায় নতুন নতুন কাব্যের ভান্ডার।
ইতিমধ্যে অনেকগুলো কবিতা নিয়ে বেশ কিছু যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে উল্লেখযোগ্য কিছু নাম- ছোট ছোট দুঃখ কথা, সময়ের সুর, কবি কন্ঠ, কবিতার মেলা আমরাই সেরা, রক্তে কেনা সোনার বাংলাদেশ, আমার একুশ আমার অহংকার, শেষ চিরকুট, হৃদয়ের অন্তরালে তুমি, বিশ্ব বাংলায় শ্রেষ্ট কাব্য, চব্বিশের গণবিস্ফোরণ, তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল ইত্যাদি বই প্রকাশ পেয়েছে। বর্তমানে মানব সেবায় নিয়োজিত সরকারি প্রতিষ্টান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশন অফিসার হিসাবে কর্মরত আছেন।

ইশতিয়াক আহাম্মেদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon