মো. হাবিবুর রহমান মজুমদার

মো. হাবিবুর রহমান মজুমদার

মো. হাবিবুর রহমান মজুমদার। গ্রাম: সুলতানসাই, জেলা: গোপালগঞ্জ, ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুল হতে এস.এস.সি পাশ ও গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ হতে ১৯৭২ সালে এইচ.এস.সি পাশ করেন। ১৯৭৯ সালে বি.এ শ্রেণিতে পাঠরত অবস্থায় সরকারি চাকরিতে যোগদান করেন। ২০১০ সালে চাকরি থেকে অবসর নেন। ২০১৩ সালে আত্মজীবন কোটালপাড়ায় বাড়ি নির্মাণ করে স্থায়িভাবে বসবাস করেন। সমসাময়িক দুঃখিনী ও কৃত-কৃতঘ্ন বিষয়কে কবির কবিতার প্রেক্ষিত। ১৫০টির মতো কবিতা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও বিভিন্ন সাহিত্য পরিষদ থেকে টি সম্মাননাসূচক উপাধি পেয়েছেন। কবির সর্বমোট ৮টি যৌথগ্রন্থে প্রকাশিত হয়েছে।

মো. হাবিবুর রহমান মজুমদার এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon