ড. মাহবুব হাসান

ড. মাহবুব হাসান

ড. মাহবুব হাসান গত শতকের ৭-এর দশকে তিনি স্বাধীনতার তরতাজা জীবন-প্রতিবেশের একজন কবি, যিনি দেশের গণমানুষের পরিবেশের রূপকার হিসেবে চিহ্নিত, চিত্রিত। কারণ ইউরো-আক্রান্ত সাহিত্য- তাড়িত নন, তিনি। তাঁর এ-যাবৎ বই বেরিয়েছে ৭০-এর অধিক। তার মধ্যে তন্দ্রার কালো হরিণ কবিতার বই থেকে শুরু করে কুড়িটি বই পাঠকের হাতে গেছে। মাহবুব হাসানের কবিতা, মাহবুব হাসানের নির্বাচিত কবিতা, শ্রেষ্ঠকবিতা, প্রবন্ধ সমগ্র, উপন্যাস সমগ্র আছে। দ্রোহী কবি কাজী নজরুলের সৃষ্টির ওপর আছে তার চার-পাঁচটি বই এবং অনেক প্রবন্ধ। নজরুলের রাজনৈতিক চিন্তা-চেতনা, নজরুলের কবিতায় মিথ ও লোকজ উপাদান ইত্যাদির পাশে আছে নজরুলের কবিতার মিথিক ও লোকজ অভিধান। আবার গদ্য সমালোচনা সাহিত্যের কয়েকটি বইয়ের আছে সরব উপস্থিতি। কবিতায় পরম্পরা, কবিতার শিল্প উপাদান, কবিতার পরাগায়ন, উত্তর-ঔপনিবেশিক কবি শামসুর রাহমান, তর্ক থেকে তর্কাতীতের দিকে আল মাহমুদ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের কবিতা, আমরা বিজয় এনেছিÑআরও কিছু গুরুত্বপূর্ণ বই। মাহবুব হাসান বাংলা ভাষা ও সাহিত্যের একজন ছাত্র। পিএইচডি করেছেন বাংলাদেশের কবিতায় লোকজ উপাদানের ব্যবহার সম্পর্কে। তিনি জন্মেছেন টাঙ্গাইল জেলার বাশাইল উপজেলার আইসরা নামের একটি শান্তশিষ্ট গ্রামে, ১৯৫৪ সালের ২৮ এপ্রিল, ১৫ বৈশাখ, ১৩৬০ বঙ্গাব্দে। পরিবারটি গ্রামীণ মানুষের কাছে শিক্ষিত বলে খ্যাত। গ্রামের স্কুল থেকে পাস করে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বিজয়ীর বেশে তিনি ঢাকা কলেজে চলে আসেন পড়তে। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের পাঠ সম্পন্ন করে সাংবাদিকতা পেশায় যোগ দেন ১৯৭৬ সালে। অধুনালুপ্ত কিশোর বাংলা, তারপর দৈনিক দেশ, দৈনিক জনতা, ভোরের কাগজ, যুগান্তরে তিনি কাজ করেছেন সহযোগী সম্পাদক হিসেবে।

ড. মাহবুব হাসান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon