ইশতিয়াক হাসান

ইশতিয়াক হাসান

জন্ম ১৯৮১ সালের আগস্টে। স্নাতকোত্তর করেছেন রসায়নে। শখ পাহাড়-অরণ্যে ভ্রমণ ও বই পড়া।  সেবা প্রকাশনী ও ঐতিহ্যসহ দেশের বিভিন্ন নামি  প্রকাশনী থেকে রূপান্তর করেছেন বেশ কিছু শিকার ও হরর কাহিনি। তাঁর মৌলিক রহস্য-রোমাঞ্চকাহিনি সিরিজ নাহিদ দ্য ইনভেস্টিগেটর ইতোমধ্যে থ্রিলারপ্রেমীদের আকৃষ্ট করেছে। পাহাড়চ‚ড়ার খুনি, ফরাসি ম্যামের ধাঁধা, মানিকপুরের নেকড়ে রহস্য তাঁর লেখা মৌলিক বইয়ের মধ্যে উল্লেখযোগ্য। রূপান্তর করেছেন জেমস হিলটনের সাড়া জাগানো উপন্যাস ‘লস্ট হরাইজন’।
ইশতিয়াক হাসানের প্রিয় লেখকের তালিকায় আছেন সত্যজিৎ রায়, স্যার আর্থার কোনান ডয়েল, আগাথা ক্রিস্টি, বুদ্ধদেব গুহ, সৈয়দ মুস্তাফা সিরাজ, বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায়, কাজী আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
পরিবারসহ থাকেন শান্তিনগরে। পেশায় গণমাধ্যমকর্মী।

ইশতিয়াক হাসান এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon