সিফাত নুসরাত

সিফাত নুসরাত

সিফাত নুসরাত জন্ম- ১৪ এপ্রিল ১৯৯৯ বাঘা, রাজশাহী। বাবা একজন রাজনীতিবিদ। মা রাজনীতিবিদ। তার দাদা এবং নানা দুজনই মুক্তিযোদ্ধা। বিয়ে-১২ জুলাই ২০২১। হাজবেন্ড কাজী জাফর রহমান। লেখাপড়া- ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ সাবজেক্ট মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম। মাস্টার্স- জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি। সাবজেক্ট- ইন্টারন্যাশনাল রিলেশনস । তিনি জাতীয় পত্রিকা সংবাদ সারাবেলা’র ডিরেক্টর। সাংবাদিকতা করছেন ৪ বছর। তার প্রথম "বই রুহি দিলরুবা কোথায়"? বইটি লিখেন ২/২/২০২৫ প্রথম সহ-প্রযোজনা ফিল্ম- Paint On dry leaf প্রথম ডিরেক্টেড শর্ট ফিল্ম- ডকুমেন্টারি Tulika বেস্ট ক্যাটাগরিতে রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিবল লন্ডনে সিলেক্ট হয় ২০২৩ সালে। এই Tulika ফিল্মটি ৭ দিন দেশের বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে স্কিনিং করা হয়ে থাকে। Single Mother নামের একটি ৪০ মিনিটের শর্ট ডকুমেন্টারি বানিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন বিভিন্ন ফ্যাস্টিবলে। ব্রাইডাল মডেল হিসেবে জয়েন করেন ২০২১ সালে। বেস্ট ব্রাইডাল মডেলের খ্যাতি অর্জন করেছেন ইন্টারন্যাশনালি। ইন্টারন্যাশনাল মডেল হিসেবেও তিনি বেশ কিছু ইন্টারন্যাশনাল ব্রান্ডের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন। বিজনেস উইম্যান হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছেন। স্টুডিও বাই নুজ এবং নুসরাত’স নামের দুটো ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার। তাছাড়া তার একটা নন গভর্মেন্ট অর্গানাইজেশন আছে; যার নাম নুজ ওয়েলফেয়ার। যেখানে তিনি তার আয়ের সকল প্রফিট দেশে-বিদেশে উপহার করে থাকেন। মেয়েদের পিরিয়ডকালীন সচেতনতা নিয়ে বেশ কিছু ক্যাম্পেইনও করেছেন তিনি এবং নুজ মাল্টিমিডিয়া নামের নিজের একটি মিডিয়া হাউজ পরিচালনা করেন। ঢাকা ইউনিভার্সিটির সংবৃতা থেকে কবিতা আবৃত্তিও শিখেছেন। লেখালেখি, ফিচার রাইটার, নিউজ প্রেজেন্টিং, ফিল্ড রিপোর্টের অভিজ্ঞতাও প্রায় ৩ বছরের। শুদ্ধ বাংলা ভাষাতে কথা বলার কোর্সও করেছেন বেশ কিছু প্রতিষ্ঠান থেকে। বইটা লেখা শুরু করেছেন প্রায় দুই বছর ধরে। একবার একটা শুটে গিয়ে সকল লেখা হারিয়ে ফেলেন। এরপরে নতুন করে আবার প্রথম থেকে লেখা শুরু করেন।

সিফাত নুসরাত এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon