হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইদরীস কান্ধলভী (রহ)

হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইদরীস কান্ধলভী (রহ)

হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইদরীস কান্ধলভী (রহ.) ছিলেন উপমহাদেশের একজন বিশিষ্ট দেওবন্দী আলেম, হাদীস ও তাফসিরশাস্ত্রের প্রাজ্ঞ পণ্ডিত এবং প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ। তিনি ১৮৯৯ সালের ২০ আগস্ট জন্মগ্রহণ করেন এবং ১৯৭৪ সালের ২৮ জুলাই ইন্তেকাল করেন। তিনি ভারতে দারুল উলূম দেওবন্দে “শায়খ-এ-তাফসির” পদে অধিষ্ঠিত ছিলেন, যেখানে তিনি বহু ছাত্রকে তাফসিরশাস্ত্রে পারদর্শী করে তুলেছেন। পরবর্তীতে তিনি পাকিস্তানের লাহোরে অবস্থিত জামিয়া আশরাফিয়ায় “শায়খুল হাদীস ওয়াল মুফাসসির” হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর রচনাসমূহ ইসলামী জ্ঞানচর্চায় অমূল্য অবদান রাখে। বিশেষ করে, তাঁর বিখ্যাত গ্রন্থ “সীরাতে মুস্তফা (সা.)” মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে লিখিত একটি অনন্য কীর্তি, যা মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত ও শ্রদ্ধার সঙ্গে পাঠ করা হয়। তিনি হাদীস ও তাফসির বিষয়ে বহু গুরুত্বপূর্ণ কিতাব রচনা করেছেন, যা আজও মাদ্রাসা, আলেম সমাজ এবং সাধারণ পাঠকদের কাছে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। ইসলামী শিক্ষা, চিন্তা ও গবেষণার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইদরীস কান্ধলভী (রহ) এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon