শাওয়াল খান

শাওয়াল খান

শাওয়াল খান জন্ম ২০ ফেব্রুয়ারি ১৯৬৬। মহেশখালি, কক্সবাজার। পিতা: কলিম উল্লাহ খান, মাতা: মুস্তাফা খান। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এম.এ ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকাল থেকেই তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখি করে আসছেন। বাংলা একাডেমী পরিচালিত তরুণ লেখক প্রকল্পের আওতায় ১৯৯৬ সালে বাংলা একাডেমী থেকে অক্টোপাস নামে তার একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়। ইংল্যান্ডে উচ্চশিক্ষা পর্যায়ে CROSS CULTURAL STUDIES বিষয়ের পাঠ্যবই THE SCARLET THREAD: AN INDIAN WOMAN SPEAKS 01 অনুবাদে রাঙাডােরা নামে ২০০২ বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহে রাঙাড়ােরা সমাজকল্যাণ ও সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সহায়ক গ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তার বেশ কিছু প্রবন্ধ দেশের বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেসব থেকে বাছাইকৃত শিক্ষাবিষয়ক প্রবন্ধ নিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা, সাক্ষরতা ও সাক্ষরতা উত্তর অব্যহত শিক্ষা বিষয়ক গবেষণামূলক গ্রন্থ শিক্ষা জগৎ বাংলা একাডেমী থেকে প্রকাশের (বর্তমানে যন্ত্রস্ত) অপেক্ষায় আছে। তাঁর অনুবাদে চীনা উইগার মুসলিমদের উপকথা আফেন্দি নাসিরুদ্দিনের বুলিগল্প পুস্তকাকারে প্রকাশের পথে। বর্তমানে দৈনিক নয়া দিগন্তে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এছাড়াও প্রকাশের অপেক্ষায় আছে শিক্ষাবিষয়ক গবেষণামূলক গ্রন্থ শিক্ষার চাহিদা ও শিক্ষার যােগান। শাওয়াল খান সরকারি ও বেসকারি পর্যায়ে পরিচালিত উপানুষ্ঠানি শিক্ষা কার্যক্রম তথা অব্যাহত শিক্ষা কার্যক্রমের সাথে দেড় যুগ ধরে। সম্পৃক্ত। তিনি ছড়া, সাহিত্য ও কথা সাহিত্য রচনার পাশাপাশি বর্তমানে শিশুশিক্ষা ও নারীশিক্ষা এবং অব্যাহত শিক্ষা গবেষণায় নিয়ােজিত। এছাড়াও মার্কিন সাম্রাজ্য পতনের পরে, ব্রেইন চাইল্ড, বিশ্ব সংস্কৃতি এবং গ্রিমভাইদের রচনাবলী অনুবাদ করেছেন।

শাওয়াল খান এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon