আবুল হোসাইন

আবুল হোসাইন

আবুল হোসেন কবি আবুল হােসেন আমাদের জ্যেষ্ঠতম কবি। আধুনিক বাংলা কবিতার অগ্রণী পুরুষদের একজন। উথান চল্লিশের দশকে। সুদূর ১৯৪০ সালে তাঁর প্রথম কবিতাগ্রন্থ নব বসন্ত প্রকাশিত হয়েছিল। সেবইটি উৎসর্গ করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার। প্রচ্ছদ এঁকেছিলেন শিল্পী রামকিংকর বেইজ। তার লিখিত প্রশংসা করেছিলেন বিনয়কুমার সরকার, নীহাররঞ্জন রায়, সুবােধ সেনগুপ্তের মতাে বিদগ্ধজনেরা। তখনকার দিনের সেরা সব সাময়িকপত্রের লেখক ছিলেন আবুল হােসেন। কবিতা ও গদ্যের বহু বিচিত্র পথে কলম চলেছে তার। জন্ম। খুলনায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম. এ. পাশ করেছেন। প্রেসিডেন্সি কলেজের রবীন্দ্র-পরিষদের সম্পাদক হওয়ার বিরল সম্মান। অর্জনে আছে তার। বঙ্গীয়-মুসলমান-সাহিত্যসমিতির সঙ্গে যুক্ত ছিলেন। দেশে-বিদেশে উঁচু পদে চাকরি করেছেন। বহু দেশ সফর করেছেন। পেয়েছেন দেশ-বিদেশের সেরা সব পুরস্কার। সমস্ত ব্যাপারে সতত তার কৌতূহল জাগ্রত রেখেছেন আজ পর্যন্ত। কবিতা ও গদ্যে স্বল্পভাষিতাকে শিল্পকুশলতায়। রূপান্তরিত করেছেন আমাদের প্রিয় কবি আবুল হােসেন।

আবুল হোসাইন এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon