নুরুজ্জামান মিলন

নুরুজ্জামান মিলন

লেখকের জন্ম, বেড়ে ওঠা, স্কুল-কলেজ সবই ঢাকায়। পড়াশুনা করেছেন সামসুল হক খান হাই স্কুল, ঢাকা কলেজ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগে।

ভালো লাগে আড্ডা দিতে, বই পড়তে। জ্যোতির্বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ক যে কোন কিছুতে আগ্রহ আছে। সায়েন্স ফিকশন বই, মুভি এসবেও ঝোঁক আছে। কম্পিউটারের প্রোগ্রামিং ভাষার প্রতি অশেষ দূর্বলতা আছে। সি, সি++, জাভা, পাইথন, পিএইচপি, জাভাস্ক্রীপ্ট, নোড সহ বিভিন্ন প্রোগ্রামিং ভাষায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে লেখকের। এছাড়াও প্রায়সই নতুন নতুন প্রোগ্রামিং ভাষায় নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন।

বাংলাদেশের সবচেয়ে বড় ডেভেলপার কমিউনিটি phpXperts এর একজন এডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া লারাভেল বাংলাদেশ কমিউনিটি এবং মুক্ত সফটওয়্যার আন্দোলনের সাথে জড়িত আছেন।

ব্লগিংয়ের প্রতি ঝোক রয়েছে লেখকের। বিভিন্ন বাংলা ব্লগগুলোর নিয়মিত পাঠক উনি। এছাড়া বিভিন্ন টেকনোলজি ম্যাগাজিন এবং ব্লগের নিয়মিত পাঠক। আগে সামহোয়্যার ইন ব্লগে লিখতেন, এখন ব্যক্তিগত ওয়ার্ডপ্রেস ব্লগে লেখালেখি করেন। লেখক বাংলাদেশে জন্মেছেন বলে গর্বিত।

বই সর্ম্পকে যে কোন পরামর্শ লেখক সাদরে গ্রহণ করবেন। বই এবং অন্যান্য যে কোন ব্যাপারে লেখকের সাথে যোগাযোগ করতে পারবেন লেখকের ইমেইল ঠিকানায়।

contact@milon.im
http://milon.im

নুরুজ্জামান মিলন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon