গৌতম চৌধুরী

গৌতম চৌধুরী

গৌতম চৌধুরী। জন্ম ২ মার্চ ১৯৫২। প্রথম কবিতাবই কলম্বাসের জাহাজ (১৯৭৭)। সর্বশেষ কবিতাবইগুলির মধ্যে ধ্যানী ও রঙ্গিলা (২০১৫), বনপর্ব (২০১৬) আর রাক্ষসের গান (২০১৭) বেরিয়েছে বাংলাদেশ থেকে। কলকাতা থেকে প্রকাশিত সাম্প্রতিক কবিতাবইগুলি হলো- কে বলে ঈশ্বর গুপ্ত? (২০১৬), বাক্যের সামান্য মায়া (২০১৭), কবিতা সংগ্রহ ১ম খণ্ড (২০১৭) আর ইতস্তত কয়েক কদম (২০১৮)। প্রকাশিত হয়েছে গদ্যপুস্তক খেয়া : এক রহস্যময় বিপরীতবিহারের ঝটিকালিপি (২০১৭) ও বহুবচন, একবচন (২০১৮)। এছাড়া রয়েছে গদ্যের একটি বৈ-বই (ই-বুক)- গরুর রচনা (২০১২)। কলকাতার নাট্যদল নান্দীকার মঞ্চস্থ করেছে তার রূপান্তরিত নাটক হননমেরু (১৯৮৬)। অনুবাদ করেছেন মোহন রাকেশের হিন্দি নাটক আষাঢ়ের এক দিন। সম্পাদনা (একক/যৌথ)- অভিমান, যুক্তাক্ষর, কীর্তিনাশা।

গৌতম চৌধুরী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon