মুনীর চৌধুরী

মুনীর চৌধুরী

মুনীর চৌধুরী জন্ম ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জে। পৈতৃক নিবাস নোয়াখালী জেলার গোপাইরবাগ গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর এবং বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে স্নাতকোত্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। ছাত্রাবস্থায় বামপন্থী রাজনীতিতে যোগদান। জেল খাটেন দুই পর্যায়ে—১৯৪৯ সালে এবং ১৯৫২ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে। জেলে বসেই লেখেন তাঁর বিখ্যাত নাটক কবর। টাইপ রাইটারের জন্য তাঁর উদ্ভাবিত বাংলা কি-বোর্ড ‘মুনীর অপটিমা’ নামে খ্যাত। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: বাংলা গদ্যরীতি, বাংলা ভাষার ব্যাকরণ, রক্তাক্ত প্রান্তর, তুলনামূলক সমালোচনা ও মীর মানস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী তাঁকে ধরে নিয়ে যায়। এরপর তাঁর আর খোঁজ মেলেনি। সাহিত্যে অবদানের জন্য ১৯৮০ সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। প্রথমা থেকে প্রকাশিত লেখকের বই দিনপঞ্জি-মনপঞ্জি-ডাকঘর।

মুনীর চৌধুরী এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon