মাসুম বিল্লাহ

মাসুম বিল্লাহ

মাসুম বিল্লাহ, জন্ম ১৯৯১ সালের ৮ই মে। জন্ম ও বেড়ে উঠা ঢাকা শহরে। পিতা - মো. উবায়দুল্লাহ এবং মাতা- মাহমুদা বেগম। পৈতৃক নিবাস জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামে। ঢাকা শহরে বেড়ে উঠা ও প্রকৃতি থেকে দূরে থাকায় মনের ভেতর প্রকৃতির প্রতি টান অনুভব করেন সবসময়। সেই টান থেকেই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যায় স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে গড়ে ‘গ্রিন এপ্লোর সোসাইটি' নামের প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন 'অক্সিজেন বুক' নামে বিনামূল্যে গাছ বিতরণকারী একটি সংগঠনের সাথে আছেন। এছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে আছেন বিভিন্ন সেবামূলক সংগঠনের সাথে। আগামীর সাহিত্য নামের একটি সাহিত্য বিষয়ক মাসিক পত্রিকায় সম্পাদক হিসেবে কাজ করছেন। ২০২১ এর বইমেলায় পুস্তক প্রকাশন থেকে একটি উপন্যাস 'প্ল্যাটফর্ম' ও চিলেকোঠা প্রকাশনী থেকে দেশাত্মবোধক একক কাব্য গ্রন্থ 'রৌদ্র দক্ষ দুপুর' প্রকাশিত হয়। এই বছর তার প্রথম থ্রিলার সিরিজ বের হয়েছে তরফদার প্রকাশনী থেকে, সিরিজের প্রথম বই - আস্তাকুড় (ডিটেকটিভ থ্রিলার)। দ্বিতীয় বই - নক্তচারী (কিশোর থ্রিলার)।

মাসুম বিল্লাহ এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon