হ্যানা ক্যাথেরীন ম্যালেন্স

হ্যানা ক্যাথেরীন ম্যালেন্স

হ্যানা ক্যাথেরীন ম্যালেন্স একজন সুইস নারী। জন্ম ১৮২৬ ও মৃত্যু ১৮৬১ খ্রিষ্টাব্দ। তাঁর পিতা ফ্রাঁসোয়া ল্যাক্রোইক্স ছিলেন একজন সুইস পাদরি। ১৮২১ খ্রিষ্টাব্দে লন্ডন মিশনারি সোসাইটির তরফে খ্রিষ্টধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারতের চুঁচুড়া যাত্রা করেন। হ্যানা বাড়ির কর্মচারীদের কাছ থেকে বাংলা ভাষা শেখেন। ১৮৪৫ খ্রিষ্টাব্দে জে. ম্যালেন্স নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। অনেকের মতে, ১৯৫২ সালে হ্যানা ক্যাথেরিন ম্যালেন্স রচিত ‘ফুলমণি ও করুণার বিবরণ’ বাংলা ছাড়াও হ্যানা ‘দ্য মিশনারি অন দ্য গ্যাঞ্জেস অর হোয়াট ইজ ক্রিস্টিনিটি’ এবং ‘লাইফ বাই দ্য গ্যাঞ্জেস অর ফেইস অ্যান্ড ভিক্টরি’ নামে দুটি ইংরেজি গ্রন্থ রচনা করেন।

হ্যানা ক্যাথেরীন ম্যালেন্স এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon