অরুণ চৌধুরী

অরুণ চৌধুরী

অরুণ কুমার বিশ্বাস।
এক্স-নটরডেমিয়ান, ইংরেজি সাহিত্যে এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।  বিশ্বব্যাংকের অর্থায়নে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় মাস্টার্স করেন লন্ডনে।  লেখালিখির শুরুটা তার কলেজকাল থেকেই।  তিনি অসম্ভব প্রাণোচ্ছল একজন মানুষ।  ঘুরতে পছন্দ করেন।  নতুন দেশ নতুন মানুষ তার আগ্রহের বিষয়।  বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে শিশু-কিশোরদের জন্য লিখছেন ছড়া, কবিতা, অ্যাডভেঞ্চার উপন্যাস, ভুতুড়ে ও গোয়েন্দাগল্প।  পেশাগত কাজের ফাঁকে (বাংলাদেশ সিভিল সার্ভিস) তিনি সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কলাম লিখছেন।  তিনি আড্ডার আমেজে জম্পেশ গল্পও বলেন।  
তার কিশোর উপন্যাস কালোকোট রহস্য, টিটন ও বনপলাশ, দস্যিছেলের গুপ্তধন, অন্তু অদৃশ্য, আড়ালে শত্রু, পোড়োবাড়ি রহস্য, অমীমাংসিত খুন, কালোচিতার প্রেতাত্মা, ভ্যাম্পায়ার, অভিশপ্ত পেন্ডুলাম, পিকিংমানব রহস্য, স্পাই, ওরা ডিটেকটিভ, রোহান ও তার বিচ্ছুরা যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে। ভূত নিয়ে তার মেলা জানাশোনা।  উল্লেখযোগ্য ভূতের বই রাতদুপুরে সব ভুতুড়ে, ভূত ভয়ঙ্কর, ভৌতিক, ভূতের মায়ের টেলিফোন, পেতনির প্রতিশোধ ইত্যাদি।  অলোকেশ রয় তার প্রিয় গোয়েন্দা চরিত্র। 
তার জন্ম গোপালগঞ্জের কোটালীপাড়া থানার জহরের কান্দি গ্রামে।  স্ত্রী ডা. তপতী মণ্ডল।  দুই ছেলে অনিকেত ও অগ্নিশ। তারাও লেখে।  পুরো লেখক পরিবার।