এস. জে. ওয়াটসন

এস. জে. ওয়াটসন

স্টিভ এস. জে. ওয়াটসন (জন্ম: ১৯৭১ স্টুরব্রিজ, যুক্তরাজ্য) একজন ইংরেজ লেখক। তিনি ২০১১ সালে থ্রিলার উপন্যাস "বিফোর আই গো টু স্লিপ" দিয়ে আত্মপ্রকাশ করেন। বইটির প্রকাশনার স্বত্ব ৪২টি দেশে বিক্রি হয়েছে এবং এটি আন্তর্জাতিকভাবে বেস্টসেলার হিসেবে এখনও পর্যন্ত স্থান করে নিয়েছে।