সৈয়দ খিজির হায়াত

সৈয়দ খিজির হায়াত

কবি সৈয়দ খিজির হায়াত ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর সুনামগঞ্জের দিরাই থানার ভাটীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা সৈয়দ সুরুজ আলী ও মাতা মোছাম্মাৎ আখতারুন্নেছা খানম চৌধুরী পৈতৃক নিবাস মৌলভীবাজারের রাজনগর থানার কলমহাটা গ্রামে। কবি হায়াত শাহ জালাল (রহ.)-এর বংশধর। ১৯৬২ সালে ৭ম শ্রেণির ছাত্রাবস্থায় ‘তারনা’ কবিতা রচনার মধ্যদিয়ে কবিতায় হাতেখড়ি। ১৯৭১ থেকে ১৯৮৬ সালের ‍জুলাই পর্যন্ত তিনি কদমহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ১৯৮৪ সালে ‘আমরা ছন্দের সারিন্দা’ নামে প্রথম কবিতার বই প্রকাশিত হয়। ১৯৮৫ সালে জাতীয় পাবলিক লাইব্রেরি সাহিত্য প্রতিযোহিতায় তাঁর নাটক ‘শপথ’ এবং ১৯৮৬ সালে জেলা শিল্পকলা একাডেমি নাট্য প্রতিযোগিতায় নাটক ‘অন্তরায়’ সচেতন এবং প্রগতিশীল। অন্যায়, অসাম্য ও অসুন্দরের বিরুদ্ধে তিনি সবসময়ই অনন্যসাধারণ প্রতিবাদী কণ্ঠস্বর। কবি আমেরিকা, কানাডা, লন্ডন, জাপান ও সৌদি আরবের পত্র-পত্রিকায় লিখে যাচ্ছেন। এই কবির প্রায় সব কটি কবিতা গণমানুষের পক্ষে ও স্বাধীনতার শত্রু শোষকশ্রেণির বিরুদ্ধে রচিত।

সৈয়দ খিজির হায়াত এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon