ড. মহসিন আলী

ড. মহসিন আলী

ড. মহসিন আলী ১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯ বছর বয়সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়া অবস্থায় তিনি পদ্মা নদী পাড়ি দিয়ে ভারতে মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ কেন্দ্রে যোগদান করেন। বীর মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন উপদেষ্টা, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র জয় বাংলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং যুক্তরাষ্ট্র পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ড. মহসিন আলী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গুরুদাসপুর থানার (নাটোর জেলা, বৃহত্তর রাজশাহী জেলা) বীর মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলেন। তিনি দেশের উত্তরাঞ্চলের বিচ্ছু বাহিনীর সংগঠক ও কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বিচ্ছুরাজা, রাখাল বালক, রাখাল ছেলে ও মোহনদাসহ বিভিন্ন ছদ্মনামে বিভন্ন এলাকায় পরিচিত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের ৭ নং সেক্টরের অধীনে যুদ্ধ করেছে। বহুবার পদ্মা নদী পার হয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বহু মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ থেকে ভারতের প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে গেছেন ও প্রশিক্ষিত মুক্তিযোদ্ধাদের ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে যুদ্ধে যোগদান করিয়েছেন। তিনি নাটোর জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর, বাগাতিপারা ও সিংড়া থানার কিছু অংশ এবং সিরাজগঞ্জ জেলার তারাশ থানা ও পাবনা জেলার চাটমহর থানার কিছু অংশ নিয়ে মুক্তিযুদ্ধের কাজ করেছেন। মুক্তিযুদ্ধের শেষে বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন কাজে অন্যান্য মুক্তিযোদ্ধাদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং "গণমিলন" নামে একটি বেসরকারি আর্থসামাজিক উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিষ্ঠা করেন। তিনি গণশিক্ষা, ক্ষুদ্রঋণ প্রদান, যৌথ ও তেভাগা খামার, দরিদ্র নারী পুরুষের কর্মসংস্থান ও উপার্জনের ব্যবস্থা করা, গ্রাম পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা ও সেবা প্রদান, যুদ্ধে যাঁদের বাড়িঘর ধ্বংস হয়েছে তাদের বাড়িঘর নির্মাণ করা ইত্যাদি কর্মসূচি নিয়ে কাজ করেন।

ড. মহসিন আলী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon