আবু মহামেদ হবিবুল্লাহ

আবু মহামেদ হবিবুল্লাহ

আবু মহামেদ হবিবুল্লাহ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাবুনিয়া গ্রামে ১৯১১ সালের ৩০শে নভেম্বর জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৩ সালে ইতিহাসে প্রথম শ্রেণিতে এমএ পাস করার পর লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ থেকে ১৯৩৬ সালে পিএইচ-ডি ডিগ্রি এবং ১৯৩৭ সালে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা পাস করেন। ১৯৪০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে লেকচারার পদে যোগদান করেন। এই পদে ১০ বছর চাকরি করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে রিডার পদে যোগ দেন এবং ১৯৫২ সালে এই বিভাগের অধ্যাপক হন। তিনি বাংলা একাডেমি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি ছিলেন। মুক্তবুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক জীবনবোধে বিশ্বাসী আবু মহামেদ হবিবুল্লাহ লেখক হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ- Foundation of Muslim Rule in India, Descriptive Catalogue of Arabic. Persian and Urdu Manuscripts in Dacca University Library, সাহিত্য- সংস্কৃতি ইতিহাস প্রভৃতি। তিনি প্রবন্ধ গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ভারতের যদুনাথ গোল্ড মেডেল ইত্যাদি পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। প্রখ্যাত শিক্ষাবিদ ও ঐতিহাসিক আবু মহামেদ হবিবুল্লাহ ১৯৮৪ সালের ৩রা জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর এমেরিটাস হিসেবে কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।

আবু মহামেদ হবিবুল্লাহ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon