মৌলি আজাদ

মৌলি আজাদ

প্রথাবিরোধী বহুমাত্রিক লেখক অধ্যাপক ড. হুমায়ুন আজাদ ও বিআইআইএসএসে এর সাবেক কর্মকর্তা লতিফা খানমের জ্যেষ্ঠ কন্যা মৌলি আজাদ। শিল্প সাহিত্য সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা মৌলি মৌলিক ও গবেষণামূলক রচনার প্রতি প্রতিনিয়ত আকর্ষিত হন। অবিরাম মগ্ন থাকেন মনন ও সৃজন প্রক্রিয়ায়। নিরলস ভাবে গল্প প্রবন্ধ রচনার পাশাপাশি তিনি কর্মজীবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালনে একনিষ্ঠ। জীবন ও কর্ম দুটোই তার কাছে সমান গুরুত্বপূর্ন ও তাৎপর্যমন্ডিত। মৌলির এ চারিত্রিক বৈশিষ্ট্য তাকে নি:সন্দেহে মহিমান্বিত করে। এনে দেয় সামাজিক স্বীকৃতি। গুণী এ লেখক ইতোমধ্যেই সাহিত্য জগতে তার আগমনকে উজ্জল করেছে। অগণিত পাঠকের ভালবাসায় সিক্ত মৌলি আজাদ এর প্রথম স্মৃতিচারণমূলক গ্রন্থ হুমায়ুন আজাদ আমার বাবা’ প্রথম আলোর সেরা ১০টি গ্রন্থে’র অর্ন্তভুক্তিসহ ‘নাট্যসভা’ পুরস্কারে ভ’ষিত হয়েছে। এ পর্যন্ত মৌলির প্রকাশিত বইয়ের সংখ্যা ৮টি। ২০১৮ সালে মৌলি সাহিত্যে কলকাতার ‘বিশেষ বঙ্গবন্ধু পুরস্কার পান।

মৌলি আজাদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon