ফিরোজ আশরাফ

ফিরোজ আশরাফ

ফিরােজ আশরাফ এর জন্ম ২৮ সেপ্টেম্বর ১৯৬৯; ফরিদপুর জেলার বাখুন্ডা গ্রামে। গ্রামের স্কুলেই লেখাপড়ার হাতেখড়ি। ঢাকায় আসেন পড়তে, ১৯৮৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লােক প্রশাসনে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একটি বেকারি বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর এমবিএ। ফিরােজ আশরাফের প্রথম বই বেদনায় নীল আকাশ প্রকাশিত হয় ১৯৯২ সালে। দুই বাংলায় বইটি ভীষণ জনপ্রিয় হয় এবং লক্ষাধিক কপি বিক্রি হয়। উপন্যাস, গল্প, অনুবাদ, শিশুতােষ গল্প, সাহিত্যের এই চারটি শাখায়ই মূলত তার বিচরণ। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ষাট। দীর্ঘ কয়েক বছরের বিরতির পর তিনি আবার লেখায় ফিরে আসেন সে | ফিরে আসতে চেয়েছিলাে' উপন্যাসের মধ্য দিয়ে। চাকরিসূত্রে এবং নেদারল্যান্ড সরকারের বৃত্তির সুবাদে ফিরােজ আশরাফ ঘুরে বেড়িয়েছেন নেদারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, লুক্সেমবার্গসহ ইউরােপের বহু দেশ। বেড়িয়েছেন মালয়েশিয়া, ভারত। জীবন ও জগৎ সম্পর্কে হৃদ্ধ হয়েছে তার অভিজ্ঞতার ঝুলি।। ফিরােজ আশরাফ বিবাহিত এবং দু’কন্যা সন্তানের জনক। স্ত্রী কানিজ ফাতেমা জিনিয়া ঢাকা ইস্টার্ণ কলেজের শিক্ষক।

ফিরোজ আশরাফ এর বই সমূহ

Showing 1 to 16 of 16

View

Sort icon