তানিয়া হোসেন

তানিয়া হোসেন

ড. তানিয়া হোসেন ৩ জুলাই ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ মাস্টার্স করে উচ্চ শিক্ষার্থে জাপানে যান। জাপানে ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি থেকে ইংরেজি ভাষাতত্ত্বে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। বর্তমানে জাপানের খ্যাতনামা ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসাবে নিয়োজিত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি দোভাষীর কাজ করেন এবং দেশ-বিদেশ ভ্রমণ করে থাকেন। চার ভাই-বোনের মাঝে ড. তানিয়া দ্বিতীয়। বাবা একসময়ের খ্যাতনামা আইনজীবী ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী শাহাদাৎ হোসেন (বার-এট-ল) এবং মা ফরিদা হোসেন যাদের উৎসাহ এবং প্রেরণাই তাঁর সফলতার উৎস। ড. তানিয়া হোসেন একজন ঔপন্যাসিক, ভ্রমণকাহিনী লেখক ও কবি। তানিয়া হোসেনের প্রকাশিত বই হলুদ ভালোবাসা, জানা-না-জানা পথে, নীল, অজানা গন্তব্যে-অচেনা শহরে ও আজ আমার বিয়ে। হুমায়ন আহমেদের কে কথা কয় বইটির ইংরেজি অনুবাদ করেন তানিয়া হোসেন- ‘Who Speaks’ নামে। তিনি তার কথোপকথনের জন্য পেয়েছেন ভারতের নিখিল বিশ্ব বাংলা ভাষাসাহিত্য পুরস্কার।

তানিয়া হোসেন এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon