মো. শফিকুল আলম

মো. শফিকুল আলম

মাে. শফিকুল আলম এলএলবি, এসিএস, এফসিএমএ, এফসিএ বর্তমানে। চার্টার্ড একাউন্টেন্টস ফার্ম ‘শফিকুল আলম এন্ড কোং'-এর প্রিন্সিপাল ও সিইও হিসেবে কর্মরত রয়েছেন। সেই সাথে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক ও ইলেকট্রনিকস কোম্পানি সুপার স্টার গ্রুপের মনােনীত পরিচালকের দায়িত্ব পালন করছেন । তিনি ‘সিএফও ফাউন্ডেশন অফ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল বিজনেস-এর ওপর। স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া একাউন্টিং ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করার পাশাপাশি চার্টার্ড একাউন্টিং, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং, চার্টার্ড সেক্রেটারি ও এলএলবিতে পেশাদারী ডিগ্রি অর্জন করেন । তিনি । আইসিএবি ও আইসিএমএবি’র সম্মানিত ফেলাে এবং আইসিএসবি’র। অ্যাসােসিয়েট মেম্বার। সিএমএ শেষ করে তিনি সানােফি বাংলাদেশে ইন্টার্নশিপ-এর মাধ্যমে। ক্যারিয়ার শুরু করেন এবং সিএ পড়ার জন্য এ কাশেম এন্ড কোং' ফার্ম-এ আর্টিকেলশিপ করেন । সিএ পাস করে তিনি আইসিএসবি থেকে সিএস পাস করেন। কর্মজীবনে তিনি শান্তা হােল্ডিংসে ডিজিএম ও হেড অফ ফিন্যান্স, রহিম আফরােজ সিআইসি এগ্রো লিমিটেড-এ হেড অফ ফাইন্যান্স, কল্লোল গ্রুপের সিএফও এবং সুপার স্টার গ্রুপে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিব হিসেবে কাজ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন প্রফেশনাল। ইন্সটিটিউট, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন ফ্যাকাল্টি হিসেবে ক্লাস নিচ্ছেন । এ ছাড়া তিনি আইসিএমএবি-এর ঢাকা শাখার কাউন্সিলর ও ন্যাশনাল। কাউন্সিলের স্টুডেন্ট আফেয়ার্স কমিটির চেয়ারম্যান, দ্যা ইন্সটিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ-এর কাউন্সিল মেম্বার এবং সেমিনার এন্ড কনফারেন্স কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ঢাকা। বিশ্ববিদ্যালয়ের আইবিএতে গেস্ট স্পিকার হিসেবে ক্লাস নিয়েছেন। তিনি The Financial Express, The Daily Observer, The Daily Star, শেয়ার বিজসহ অন্যান্য পত্র-পত্রিকায় বিভিন্ন বিষয়ের ওপর নিয়মিত লেখক। তার লেখা বই 'IAS and IFRS: Theory and Practice, Part A: IAS & Part B: IFRS; ‘পুঁজি বাজারের অ আ ক খ’ বইগুলাে পাঠক সমাজে বেশ সমাদৃত এবং প্রশংসিত। জনাব আলম দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনগুলােতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর । সম্মানিত সিনেটর, বাংলাদেশ সােসাইটি ফর হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট, বাংলাদেশ অরগানিজেশন ফর লারনিং এন্ড ডেভেলপমেন্ট এর ফেলাে সদস্য। এছাড়াও ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সদস্য।

মো. শফিকুল আলম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon