তাহমিনা শাম্মী

তাহমিনা শাম্মী

তাহমিনা শাম্মী জন্ম ৩০শে আগস্ট মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানায়। বাবা মােঃ সিকান্দার আলী এবং মা কুসুম সিকান্দার। এক ভাই ও এক বােনের মধ্যে বড়। যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ হতে এস.এস.সি., বিচারপতি নুরুল ইসলাম কলেজ থেকে এইচ.এস.সি এবং ইডেন মহিলা কলেজ থেকে একাউন্টিং-এ বি.বি.এ. ও এম.বি.এ। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই বিভিন্ন অনলাইন। পত্রিকা ও সাহিত্য পত্রিকার সাথে সম্পৃক্ত। ২০১১ সাল থেকে জড়িত সাংগঠনিক আবৃত্তি চর্চার সাথে । এ পর্যন্ত প্রকাশিত হয়েছে দুটি ডুয়েট আবৃত্তির এলবাম “দ্রোহে প্রেমে মিলি দু’জনে” (২০১৪) ও “স্বদেশের উত্তর ব্যাংক” (২০১৭)। ২০১৭ সালের অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে প্রথম কাব্য গ্রন্থ “এলেকট্রোনা”।

তাহমিনা শাম্মী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon