জে. কে. রাওলিং

জে. কে. রাওলিং

জোয়ানে "জো" রাউলিং ওবিই (জন্ম: জুলাই ৩১ ১৯৬৫) একজন সফলতম ইংরেজ কল্পকাহিনী লেখিকা যিনি জে. কে. রাউলিং ছদ্ম নামে লেখালেখি করেন। রাউলিং জনপ্রিয় কল্পকাহিনী হ্যারি পটার সিরিজের রচয়িতা, যা তাকে বিশ্বজুড়ে সম্মান ও জনপ্রিয়তা এনে দিয়েছে। এ সাহিত্য কর্মের জন্য তিনি একাধিক পুরস্কার জিতেছেন। সারা বিশ্বে হ্যারি পটার সিরিজের ৪০০ মিলিয়নেরও অধিক কপি বিক্রি হয়েছে জে. কে. রাওলিং এর বই সমগ্র এর মাঝে হ্যারি পটার সিরিজের বই রয়েছে মোট ৭টি। জে. কে. রাওলিং এর বই সমূহ এর মাঝে রয়েছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস্ স্টোন’, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফনিক্স’, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স’, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস’, ‘দ্য ক্যাজুয়্যাল ভ্যাকেন্সি’, ‘কুক্কুস কলিং’, ‘দ্য সিল্কওয়ার্ম’, ‘ক্যারিয়ার অফ ইভিল’, ‘লিথাল হোয়াইট’ ইত্যাদি।

জে. কে. রাওলিং এর বই সমূহ

Showing 1 to 30 of 30

View

Sort icon


Previous1Next