আবু মোঃ দেলোয়ার হোসেন

আবু মোঃ দেলোয়ার হোসেন

অধ্যাপক আবু মোঃ দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক সম্মান, এম.এ. এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন এবং ইতিহাস বিভাগের চেয়ারম্যান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাশহিদ আবুল বরকত জাদুঘর ও সংগ্রহশালা; বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক। গবেষক, প্রাবন্ধিক এবং গ্রন্থ প্রণেতা আবু মোঃ দেলোয়ার হোসেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক তাঁর গবেষণার মূল বিষয়। ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন সামাজিক সহায়তা উদ্যোগ (বীরাঙ্গনা সহায়তা কার্যক্রম); অপরাজেয় বাংলা ফাউন্ডেশন (মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ি) সংগঠন। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ‘রোটারি ক্লাব সম্মাননা ২০০৮’ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদানের জন্য ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৪’ লাভ করেন। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩২ এবং দেশ-বিদেশে প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধের সংখ্যা ৫২।

আবু মোঃ দেলোয়ার হোসেন এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon