নাসের রহমান

নাসের রহমান

জন্ম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামের তোরাবীয়া পরিবারে। ফটিকছড়ি করোনেশন মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ এমএ ডিগ্রি অর্জন করেন। তারপর প্রবেশনারি অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদান করেন। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর রূপালী ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্তব্যরত ছিলেন। বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এ ডিএমডি হিসেবে কর্মরত। নাসের রহমান আমাদের কথাসাহিত্যভুবনের এক প্রাণবন্ত কথাশিল্পী। শব্দচয়ন, বাক্যগঠন সর্বোপরি গল্পকথনে তিনি ছড়িয়ে দিতে পারেন জীবনের যতসব সুগন্ধ। সেই সুগন্ধ পাঠককে বিভোর করে তোলে। মানুষের বিচিত্র সম্পর্ক, হাসি-কান্না, আনন্দ-বেদনা, দুঃখ- কষ্ট, একাকিত্ব, প্রকৃতি-নিসর্গ তাঁর রচনার অনুষঙ্গ। অবার সবকিছুকে ছাপিয়ে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিকতা বোধে উদ্দীপ্ত এসব গল্প-যা আমাদের কথাসাহিত্যে এক ভিন্নমাত্রার সংযোজন।
তাঁর প্রকাশিত গল্পসমূহ: বনময়ূরের কান্না, শব্দের চোখে জল, এক টুকরো রোদ, স্বপ্নের অজস্র আলো, আনন্দ মেঘ, আলোঝরা বন পথ, নির্বাচিত গল্প। ছোটদের জন্য লেখা: ফুলের গায়ে রোদের ছোঁয়া, রুপোলি মেঘের চাঁদ, কাঠবিড়ালী পুটুসপাটুস, ঋতুর আনন্দ বাঁশি। অণু-উপন্যাস: নিশীথে নীল জ্যোৎস্না, ছিন্ন মেঘের ছায়া, স্বপ্নকানন পাঠকমহলে সমাদৃত। তিনি ২০১৮ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একুশে সম্মাননা (সাহিত্য) পদকে ভূষিত হয়েছেন।

নাসের রহমান এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon