কুলদারঞ্জন রায়

কুলদারঞ্জন রায়

কুলদারঞ্জন রায়

কুলদারঞ্জন রায় ১৮৭৮ সালে মসূয়া-ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। উনি একাধারে শিশুসাহিত্যিক, আলোকচিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ ও ক্রীড়াবিদ হিসাবে বেশ পরিচিত ছিলেন। তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর্ট স্কুলে প্রবেশ করেন। জীবিকার জন্য ফটো রং করার কাজ গ্রহণ করেছিলেন। ১৯১৩ খ্রী. ‘সন্দেশ” পত্রিকায় প্রথম তার কোন সাহিত্যকর্ম প্রকাশিত হয়। এরপর ক্রমশ পুরাণ ও বিভিন্ন বিদেশী সাহিত্য থেকে শিশুপাঠোপযোগী অনুবাদ প্রকাশ করতে থাকেন। ‘রবিনহুড' (১৯১৪), ‘ওডিসিয়ুস' (১৯১৫), ' ছেলেদের বেতালপঞ্চবিংশতি (১৯১৭), ‘কথাসরিৎসাগর’, ‘পুরাণের গল্প’, ‘ছেলেদের পঞ্চতন্ত্র', ‘আশ্চর্য দ্বীপ' প্রভৃতি তাঁর বিশেষ উল্লেখযোগ্য অনুবাদগ্রন্থ। এর বাহিরে তার একটি পরিচয় আছে। শিশু-সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় তাঁর অগ্রজ। খ্যাতিমান এই সাহিত্যিক ১৯৫০ সালে মৃত্যুবরণ করেন।

কুলদারঞ্জন রায় এর বই সমূহ

Showing 1 to 2 of 2
View
Sort
0

৳ 0