রাজু আলিম

রাজু আলিম

রাজু আলীম জন্ম ৫ মার্চ ১৯৬৮, শরীয়তপুর, বাংলাদেশ। পড়াশোনা মানবিক শাখা বাংলাভাষা ও সাহিত্য। পেশা সাংবাদিকতা ও টিভি অনুষ্ঠান নির্মান। কর্মজীবন শুরু সেবা প্রকাশনীর কর্ণধার কাজী আনোয়ার হোসেনের হাত ধরে এবং পরবর্তীতে সম্পাদকীয় সহকারী হিসেবে দৈনিক ইত্তেফাক এর রাহাত খানের সহকারী হিসেবে। বর্তমানে তিনি চ্যানেল আইয়ের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ সমূহ সবার উপরে শরীর সত্য, দুরন্ত পাখির ঘ্রাণ, অফিস স্পাউস, আগুন সুন্দরী, আহ! প্রজাপতি, ভালোবাসার নীল ময়ূরী, মুক্তিযুদ্ধ ও ভালোবাসার চিত্রনাট্য, নির্বাচিত দুঃখ কষ্ট হৃদয়ে বঙ্গবন্ধু, এবং রাজু আলীম এর ১০ টি টিভি নাটক উল্লেখযোগ্য। টিভি নাটক রচনা ও টেলিফিল্ম নির্দেশনা: কীর্তিনাশা পরী বিশেষ মানুষ, প্রজাপতির সুখ দুঃখ রোদ বৃষ্টির কবিতা ভালোবাসার ঘ্রাণ, নিউজম্যান ও মাছরাঙা মেয়ে। টিভি অনুষ্ঠান প্রযোজনা ও উপস্থাপনা। তাঁর উল্লেখযোগ্য টিভি অনুষ্ঠান প্রযোজনার মধ্যে চ্যানেল আই’তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে একত্রিশ পর্বে নির্মিত বঙ্গবন্ধুর আত্মকথন। উল্লেখ্য বঙ্গবন্ধুর আত্মকথন ও মুক্তিযুদ্ধ প্রতিদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চ্যানেল আই ছাড়া বিটিভিতেও একই সাথে প্রচার হয়েছে। এছাড়া রাজু আলীম চ্যানেল আই’তে কাজ করার সুবাদে সতেরো বছরে কয়েক হাজার টিভি অনুষ্ঠান, টক শো, তথ্যচিত্র, সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন। সুনীল সাহিত্য পুরস্কার, বাংলাদেশ-ভারত মৈত্রী সম্মাননা পুরস্কার, কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, বাচসাস প্রডিওসার অব দ্য ইয়ার পুরস্কার, গাংচিল সাহিত্য পুরস্কার, সিজেএফবি ক্রিটিক অ্যাওয়ার্ডসহ উল্লেখযোগ্য পুরস্কারে সম্মানিত।