শক্তিনাথ ঝা

শক্তিনাথ ঝা

শক্তিনাথ ঝা জন্ম ১৯৪১ সালে, পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। ১৯৫২ থেকে জলপাইগুড়ির মোহিতনগরে শিক্ষা ও জীবন যাপন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ, পিএইচডি ও ডিলিট। কৃষ্ণনাথ কলেজে অধ্যাপনা করে অবসর নেন। অধুনা মুর্শিদাবাদ- কল্যাণী-নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত। কাজ করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, আমন্ত্রিত বক্তা হিসাবে বলেছেন ঝঙঅঝ, কলকাতাÑবিশ্বভারতীÑযাদবপুরÑ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে; ঢাকার বাংলা একাডেমি ও সাহিত্য অকাদেমি, কলকাতায়। বঙ্গীয় সাহিত্য পরিষদ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি পুরস্কার), বাংলাদেশ শিল্পকলা একাডেমি (লালন সাঁই স্মারক পুরস্কার), শহীদ জননী জাহানারা ইমাম স্মারক পুরস্কার (ও বক্তৃতা) প্রভৃতি নানা সংস্থা থেকে পুরস্কার, সম্মাননা পেয়েছেন।   প্রকাশিত বই ত্রিশটির বেশি। মঙ্গলকাব্য নিয়ে তাঁর উপন্যাস অন্য মঙ্গল। উল্লেখযোগ্য বই বাউল-ফকির পদাবলি (২ খণ্ড), দুদ্দুসার পদাবলি, বস্তুবাদী বাউল, ফকির লালন সাঁই : দেশ কাল এবং শিল্প, লোকধর্মের বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি, বাউল-ফকির ধ্বংস-আন্দোলনের ইতিবৃত্ত।

শক্তিনাথ ঝা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon