ড. মোহাম্মদ আমীন

ড. মোহাম্মদ আমীন

ড. মোহাম্মদ আমীন জন্ম ১৯৬৩ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ গ্রামে। পিতা নুরুল ইসলাম। মাতা সকিনা বেগম। দক্ষিণ গাছবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে তার আনুষ্ঠানিক অধ্যয়নের সূচনা। এরপর গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় ও গাছবাড়ীয়া সরকারি কলেজ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে বিএসসি (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবন শুরু করেন সরকারের চাকুরে হিসেবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডওয়ার্ড ইউনিভার্সিটি থেকে ২০০৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি শুদ্ধ বানান চর্চা (শুবাচ)-এর প্রতিষ্ঠাতা। সাহিত্যের সকল মাধ্যমে রয়েছে তার অনায়াস বিচরণ। দুই হাতে দশ হাতের লেখায় সিদ্ধহস্ত। প্রকাশিত গ্রন্থ ১৪০। লেখালেখির স্বীকৃতিস্বরূপ একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। লেখালেখি ছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা ব্যাকরণ ও বানান বিষয়ে শিক্ষাদান করে থাকেন। বর্তমানে কানাডার ইউনিভার্সিটি অব অটোয়ার ভিজিটিং প্রফেসর হিসেবে যুক্ত আছেন।

ড. মোহাম্মদ আমীন এর বই সমূহ

Showing 1 to 10 of 10

View

Sort icon



নতুন নতুন অফার সম্পর্কে সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন
 
 
নতুন নতুন অফার সম্পর্কে সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন
 
 



Stay Connected   

Make payments via