সিদ্ধাথ হক

সিদ্ধাথ হক

সিদ্ধার্থ হক জন্ম বরিশালে, ১৯৫৮ সালে। এখন তিনি ঢাকায় থাকেন। বিবাহিত, তার এক ছেলে, এক মেয়ে। জীবিকা নির্বাহের জন্য চাকরি করেন। তার স্ত্রীও একজন চাকরিজীবী। এর আগে ভাসমান নামে তার একটি উপন্যাস বেরিয়েছে। লেখক জীবনের শুরু শৈশবে। প্রকাশিত কাব্যগ্রন্থ এ নগর কেঁপে ওঠে ভোরে, বাতাস মুদ্রণ, বিবিধ মুখোশ, জলে ডোবা মাঠে সারারাত, শূন্যের ভিতরে। রাত্রি নামছে নামে এ বছরও তার একটি কবিতার বই বের হচ্ছে।

সিদ্ধাথ হক এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon