মনজুর আহমদ

মনজুর আহমদ

মনজুর আহমদ। পেশায় সাংবাদিক। পাশাপাশি সাহিত্যচর্চা। জন্ম ২২ ডিসেম্বর ১৯৪২, যশাের শহরের পাশে কাজিপুরের মুন্সীবাড়িতে। পৈত্রিক নিবাস ঝিনাইদহে। আদি বাড়ি ঝিনাইদহের শৈলকূপা থানার বাখরবা গ্রামে। স্কুল জীবনেই দৈনিক সংবাদ’-এর ঝিনাইদহ সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি। ১৯৬১ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ঢাকায় দৈনিক সংবাদ’-এ প্রথমে ছােটদের পাতা ‘খেলাঘর’-এর ভাইয়া ও পরে সহ-সম্পাদক পদে যােগদান। ১৯৬৮ থেকে দৈনিক বাংলায় (তখনকার দৈনিক পাকিস্তান)। ১৯৯৭ সালের ৩১ অক্টোবর সরকারি ঘােষণায় দৈনিক বাংলার প্রকাশনা বন্ধ হওয়া পর্যন্ত এই একই পত্রিকায় বিভিন্ন পদে। এরপর নির্বাহী সম্পাদক হিসাবে বাংলাবাজার পত্রিকা ও দৈনিক অর্থনীতি এবং সহযােগী সম্পাদক হিসাবে দৈনিক দেশবাংলায়। ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সাংবাদিকতায় উচ্চতর ডিপ্লোমা হাঙ্গেরীর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব জার্নালিস্টস (আই ও জে)' থেকে ১৯৭২ সালে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪। বর্তমানে নিউইয়র্ক প্রবাসী।

মনজুর আহমদ এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon