সুব্রত বাগচী

সুব্রত বাগচী

সুব্রতো বাগচী (জন্ম ৩১ মে ১৯৫৯) একজন ভারতীয় উদ্যোক্তা এবং ব্যবসায়ী নেতা। তিনি ভারতীয় প্রযুক্তি MNC Mindtree-এর সহ-প্রতিষ্ঠাতা। তিনি তার গো কিস দ্য ওয়ার্ল্ড বইয়ে তার জীবন কাহিনী তুলে ধরেছেন। বাগচীর জন্ম ওড়িশার পাটনাগড়ে মাখন গোপাল বাগচী এবং লাবণ্য প্রভা বাগচীর ঘরে, যেখানে তার বাবা ছিলেন একজন জুনিয়র সরকারি কর্মচারী। তিনি উৎকল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করেন। ১৯৭৪ সালে, তিনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাসুট রেজিমেন্টের সাথে প্রশিক্ষণ নেন এবং "প্যারা উইংস" অর্জনের জন্য ৫টি বাধ্যতামূলক জাম্প সফলভাবে সম্পন্ন করেন। ১৯৭৫ সালে, তিনি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ভারতের সেরা এনসিসি ক্যাডেট নির্বাচিত হন যেখানে তিনি প্রধানমন্ত্রীর বেত সম্মানে ভূষিত হন।

সুব্রত বাগচী এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon